এক দলীয় সরকার প্রতিষ্ঠা করতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে এগরিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে সরকার। গণতন্ত্র নেই বলেই সর্বক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সেলিমা রহমান বলেন, গণঐক্য তৈরি করে আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

