Site icon Jamuna Television

শিশু ধর্ষণের ঘটনায় মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ

মিয়ানমারে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানানো হয়।

শনিবার (০৬ জুলাই) বিক্ষোভকারীরা স্থানীয় পুলিশ স্টেশন ঘেরাও করে। জাতীয় পর্যায়ে সাড়া ফেলে দেয়া এই ধর্ষণ মামলার দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তি চান।

এসময় বিশেষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২৯ বছর বয়সী অং কাও মিও নামের এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১৬ মে রাজধানী নেইপিদোর একটি বেসরকারি নার্সারি স্কুলে শ্লীলতাহানির শিকার হয় শিশুটি। চিকিৎসকরা নিশ্চিত করলে সেদিনই পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেন তার মা।

অভিযুক্তকে আটক করা হলেও প্রভাবশালী মহলের চাপে মুক্তি দেয় পুলিশ।

গত সপ্তাহে স্থানীয় গণমাধ্যমের সামনে প্রশাসনিক অপকর্ম তুলে ধরেন শিশুটির অভিভাবকরা।

Exit mobile version