Site icon Jamuna Television

শেরপুরে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

শেরপুরে স্কুলের ছাত্রীনিবাস থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গতরাতে সদর থানায় ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের অধ্যক্ষ আবু তোহা সাদীকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা করেন স্বজনরা। পরে রাতেই অভিযান চালিয়ে অধ্যক্ষ, তার স্ত্রী এবং সাবেক এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার স্কুলের ছাত্রীনিবাস থেকে উদ্ধার হয় আনুসকা আয়াত বন্ধনের ঝুলন্ত লাশ। পরিবারে তাকে হত্যার দাবি করলেও স্কুল কর্তৃপক্ষ বলছে, আত্মহত্যা।

আজ সদর হাসপাতালে বন্ধনের মরদেহের ময়নাতদন্ত হবে। এরপরই জানা যাবে মৃত্যুর কারণ।

Exit mobile version