Site icon Jamuna Television

মেসির লাল কার্ডে চিলিকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

লিওনেল মেসির লাল কার্ড দেখার দিনে চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপা আমারিকায় তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা।

অ্যারেনা কোরেন্থিয়ান্সে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে সার্জিও আগুয়েরোকে দিয়ে গোল করান মেসি।

২২ মিনিটে পাওলো দিবালা গোল করলে ২-০’র লিড পায় আসরের ১৪ বারের চ্যাম্পিয়নরা।

কিন্তু ম্যাচের ৩৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। লাল কার্ড দেখেন প্রতিপক্ষের ডিফেন্ডার গ্যারি মেডেলও।

এই ঘটনায় বাক বিতন্ডতায় জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।

৫৯ মিনিটে এক গোল শোধ করে চিলি। কিন্তু শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Exit mobile version