Site icon Jamuna Television

মার্কিন সেনা চান না সিরিসেনা

শ্রীলংকায় মার্কিন সেনা প্রবেশের অনুমোদন সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে ভেটো দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

তিনি জানিয়েছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের সেনাদের অবাধ প্রবেশের অনুমতি দেবেন না। পশ্চিমাপন্থী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন স্ট্যাটাস অব ফোর্সেস এগ্রিমেন্ট (এসওএফএ) শীর্ষক চুক্তিটির খসড়া প্রস্তুত করা হয়েছে।

এএফপি জানায়, দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণাঞ্চলে এক র‌্যালিতে শনিবার সিরিসেনা বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে- এমন চুক্তি আমি অনুমোদন দেব না।

তিনি আরও বলেন, এসওএফএকে অনুমোদন দিলে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা হবে। কিছু বিদেশি শক্তি শ্রীলংকাকে তাদের ঘাঁটি বানাতে চায়। কিন্তু আমি তার অনুমোদন দেব না।

৪৮০ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে বিতর্কিত এ চুক্তিটি স্বাক্ষরিত হলে এর অধীনে বেশ কিছু অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে।

কিন্তু প্রধানত, এর অধীনে রয়েছে ২০০ কিলোমিটার দীর্ঘ কলম্বো-ত্রিনকোমালি ইকোনমিক করিডোর (সিটিইসি), যেটার মাধ্যমে পশ্চিম উপকূলের সঙ্গে পূর্ব উপকূল যুক্ত হবে।

শ্রীলংকার বন্দরগুলোকে অবাধে ব্যবহারের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এর আগে চীনা ঋণের বোঝা মাথায় নিয়ে ৯৯ বছরের জন্য বেইজিংকে হাম্বানটোটা বন্দর লিজ দিতে বাধ্য হয় শ্রীলংকা।

Exit mobile version