Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ২

গাজীপুরের হায়দারাবাদ এলাকায় ট্রেন ও ট্রাক সংঘর্ষে দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

পুলিশ জানায়, আজ রোববার (০৭ জুলাই) ভোর চারটার দিকে জয়দেবপুর থেকে মৈত্রী এক্সপ্রেস নামের একটি ট্রেন হায়দারাবাদ এলাকায় অসাবধানবশত রেলক্রসিং পার হওয়ার সময় মৈত্রী ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় ট্রাকটি পাশের ডোবায় ছিটকে পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরো তিন জন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে আরো একজন মারা যায়।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন ।

Exit mobile version