Site icon Jamuna Television

চট্টগ্রামে কিশোরী গণধর্ষণের প্রধান আসামি গোলাগুলিতে নিহত

চট্টগ্রামের আনোয়ারায় কিশোরী গণধর্ষণের প্রধান আসামি আবদুর নুর গোলাগুলিতে নিহত হয়েছে। শনিবার গভীর রাতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে সে নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

নুর সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ধর্ষণসহ মোট চার মামলার আসামি।

পুলিশ জানায়, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে দুর্গম পাহাড়ের ভেতর সঙ্গীদের নিয়ে আস্তানায় অবস্থান নিয়েছিলো আবদুর নুর। রাতের যে কোন সময় গোলাগুলিতে নিহত হয় সে। সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আনোয়ারা থানা নিয়ে আসে পুলিশ।

গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক তরুণীকে সিএনজিতে তুলে নিয়ে গণধর্ষণ করে চার যুবক। এঘটনায় আরো দুই আসামিকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version