Site icon Jamuna Television

রাজধানীর সাত রাস্তায় রিকশা চলাচল বন্ধ

যানজট নিরসনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর প্রগতি সরণী, গাবতলী ও সাইয়েন্স ল্যাবসহ রাজধানীর সাত রাস্তায় রিকশা চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে রাজধানীর এ সব রাস্তায় রিকশা কম মেলায় ভোগান্তিতে পড়েছে নারী যাত্রীরা। এদিকে তথ্য না জানার কারণে রিকশা নিয়ে পথে বেরিয়েছেন অনেক চালক। তারা বলছেন, পুনর্বাসন না করে এমন সিদ্ধান্তে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। সকল সড়কে রিকশা চলাচল করতে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান রিকশা চালকরা।

Exit mobile version