Site icon Jamuna Television

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে আশঙ্কাজনক: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

দুপুরে বনানী কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

জি এম কাদের বলেন, তার হেমোডায়াফিলট্রেশন চলছে। পালস, ব্লাড প্রেসার, অন্যসবকিছু স্বাভাবিকভাবে চলছে। তবে তা শুধুমাত্র লাইফ সাপোর্টে রাখার কারণে। যতদিন তিনি নিতে পারবেন ততদিন তাকে এভাবে রাখা হবে। আরও, উন্নতির দিকে গেলে একটা দুইটা করে খোলা হবে। এরশাদের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জিএম কাদের। তিনি জানান, সিএমএইচ কর্তৃপক্ষ তার চিকিৎসায় কোন খুঁত রাখছেন না।

Exit mobile version