Site icon Jamuna Television

বাড়ি থেকে উৎখাত করতে মাকে মারধর করলো ছেলে

পঞ্চগড়ে ছেলের নির্যাতনের শিকার এক বিধবা অসুস্থ হয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

সদর উপজেলার গলেহা ফুলপাড়ার বৃদ্ধা হাফেজা খাতুনের অভিযোগ, ১০ ছেলেমেয়ের মধ্যে ৫ মেয়ের বিয়ে হয়েছে। হাফেজা খাতুন ছেলেদের নিয়ে থাকেন স্বামীর ভিটায়। কিন্তু কোন ছেলে মাকে ঘরে রাখতে রাজি না। ছোট ছেলে ফারুকের ঘরের পাশে খুপরিতে বাস করেন বৃদ্ধা। দীর্ঘদিন ধরে নানা অজুহাতে তার উপর নির্যাতন করে আসছে ছেলে ও ছেলে বৌ। শনিবার দুপুরে ফারুক ও তার স্ত্রী ইনসানার চড় থাপ্পড়ে অসুস্থ হয়ে পড়েন হাফেজা খাতুন। বাড়ি থেকে উৎখাত করতেই ছেলেরা নির্যাতন করছে বলে অভিযোগ অসুস্থ হাফেজা খাতুনের।

Exit mobile version