Site icon Jamuna Television

কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বটতলা নামক এলাকা থেকে প্রায় ১১’শ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।
আটক দুইজন হলো নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালার হাট এলাকা ছোমাদ আলীর ছেলে মাহাবুব আলী এবং পশ্চিম বালার হাট এলাকার সাবান মন্ডলের ছেলে আমিনুর ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব ১৩ এর একটি টহল দল ডি এডি রবিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে কচাকাটা থানার বটতলা বাজারের নিকট হতে দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে মাহবুবের পকেটে ৫ শত এবং আমিনুরের পকেটে ৫শত ৭০টি ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। রোববার সকালে র‌্যাব ১৩’র ডি এডি রবিউল আলম বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে আটকদের সোপর্দ করেন।

কচাকাটা থানার ওসি মামুন উর রশীদ জানান, আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version