Site icon Jamuna Television

‘অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ইরানকে শত্রু প্রতিপন্ন করছে সৌদি’

আঞ্চলিক এবং অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে ইরানকে বিশ্বের কাছে তুলে ধরছে সৌদি আরব। এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার তেহরানের এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাতকারে রোহানি বলেন, ইয়েমেন, কাতার, লেবানন, ইরাক ও সিরিয়ায় সৌদি আরবের নীতি ব্যর্থ হয়েছে। ক্ষমতার লড়াই, দুর্নীতিসহ অভ্যন্তরীণ সমস্যা নিরসনে নিজেদের ব্যর্থতাকে ধামাচাপা দিতে ইরানের বিরুদ্ধে শত্রুতার নীতিকে জিইয়ে রাখছে রিয়াদ।

রুহানি বলেন, নিজেদের সমস্যার সমাধানেই ইরানকে শত্রুরাষ্ট্রের তকমা দিচ্ছে সৌদি। কাতার, লেবাননসহ মধ্য প্রাচ্যের অনেক দেশেই ব্যর্থতার মুখে তাদের নীতি। ইরানের বিরুদ্ধে অপপ্রচার এসব ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস মাত্র।

Exit mobile version