Site icon Jamuna Television

বিচারকদের নামের আগে ডক্টর-ব্যারিস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

নিম্ন আদালতের জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি ব্যবহার করা যাবে না, এ মর্মে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার (৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামের এক আইনজীবী। ওই আবেদনের বিষয়ে শুনানিতে হাইকোর্টের নজরে পড়ে, বিচারকের নামের আগে ডক্টর লেখা আছে। তখন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

তিনি আরো বলেন, নিম্ন আদালতের কোনও বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনও পদবি লিখতে পারবেন না বলে আদেশে স্পষ্ট বলা হয়েছে।

Exit mobile version