Site icon Jamuna Television

মাগুরায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি
মাগুরা পৌর এলাকার শিবরামপুর গ্রামের মর্ডান মোড়ে ছুরিকাঘাতে লিসান (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত ও দিপু নামে আরেক ছাত্র আহত হয়েছে। আহত দিপুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান, আজ দুপুর ১ টার দিকে শহরতলীর শিবরামপুর মর্ডান মোড় এলাকায় কলেজ থেকে লিসান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গেলে ফেরার পথে ওৎপেতে থাকা সোহেল নামে এক ছেলে লিসানকে লক্ষ্য করে পেটে ছুরিকাঘাত করে। এ সময় মোটর সাইকেলের পিছনে বসা দিপু ঠেকাতে গেলে তার বাম হাতে কুপিয়ে পালিয়ে যায় সোহেল। আহত অবস্থায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করে।

পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘাতক সোহেল শিবরামপুর গ্রামের টিপু মোল্ল্যার পুত্র। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত লিসান আঠারখাদা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। সে সরকারী হোসেন শহীদ সোহরাওর্য়াদী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

Exit mobile version