Site icon Jamuna Television

কলাপাড়ায় গৃহবধু গণধর্ষণ মামলা‌য় ৪ আসামি কারাগা‌রে

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালীর কলাপাড়ায় আ‌লো‌চিত গৃহবধু গণধর্ষণ মামলা‌য়ে প্রধান আসামিসহ চারজ‌নের জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

আজ বিকা‌লে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক নিতাই চন্দ্র রায় আসামিদের জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

আসামীরা হ‌লেন প্রধান আসামী শাহআলম, শা‌হিন, শা‌কিল ও আঃ র‌শিদ। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের জিআর ১৭৫/১৯নং মামলা‌র উ‌ল্লে‌খিত আসামীরা মহামান্য হাই‌কোর্ট থে‌কে আগাম জা‌মিন নি‌য়ে আসে। জা‌মি‌নের মেয়াদ শেষ হওয়ায় আজ আসামীরা নিম্ন আদাল‌তে হা‌জির হ‌লে তা‌দের জা‌মিন আ‌বেদন নামঞ্জুর হয়।

মামলার বাদী সি‌দ্দিক জানান, অন্য আসামী আলা‌মিন, মামুন ও র‌বিউল প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌লেও অজ্ঞাত কার‌ণে পু‌লিশ তা‌দের‌কে গ্রেপ্তার ক‌রে না। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রা‌তে আসামীরা এক‌ত্রিত হ‌য়ে বাদীর স্ত্রী‌কে জোরপূর্বক দুই দফা গণধর্ষণ ক‌রে। এসময় স্বামী‌কেও মারধর করা হয়। পরব‌র্তি‌তে আসামী‌দের অব্যাহত হুমকী‌তে এলাকা থে‌কে পা‌লি‌য়ে বেড়া‌তে হয় মামলার বাদী ও ভিক‌টিম‌কে।

Exit mobile version