Site icon Jamuna Television

পেরুকে হারিয়ে এক যুগ পর কোপার শিরোপা জিতল ব্রাজিল

এক যুগ পর কোপ আমেরিকার শ্রেষ্ঠত্বের মসনদে বসলো ব্রাজিল। কোপা আমেরিকার ৪৬তম আসরের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। তাও দশজনের দল নিয়ে। এই ম্যাচে একটি গোল করলেও পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুস।

এর আগে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় রিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিল ও পেরু। 

মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৫তম মিনিটে এভারটনের গোলে ব্রাজিল এগিয়ে যায়। জেসুসের ক্রস থেকে নিপুণ দক্ষতায় বল জালে পাঠান তিনি। ৩৬তম মিনিটে ব্রাজিল ব্যবধান বাড়তে পারতো। কিন্তু ফিরমিনোর হেডে বল গোলবারের উপর দিয়ে চলে যায়।

৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুকে সমতায় ফেরান পাওলো গুয়েরেরো। থিয়াগো সিলভার হ্যান্ড বলের সুবাদে পেনাল্টি পায় পেরু। ডি-বক্সের মধ্যে ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভার হাতে বল লাগায় রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। অবশ্য সিলভা পড়ে যাওয়া তিনি ভারসাম্য রাখতে পারেননি। যার কারণে অনিচ্ছাকৃতভাবে হ্যান্ড বল হয়।

তবে, বিরতিতে যাওয়ার আগেই ম্যাচে লিড নেয় ব্রাজিল।  আর্থারের সহযোগিতায় গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। ডি-বক্সের মধ্যে তৈরি হওয়া জটলার মধ্য থেকে দ্রুততার সঙ্গে বল জালে পাঠান তিনি। বিরতির পর ৫৬তম মিনিটে আরেকটি সহজ সুযোগ মিস করে ব্রাজিল।

৭০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল জেসুস। ফলে, দশজনের দলে পরিণত হয় ব্রাজিল। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জেসুসকে। তবুও দশজনের দলে পরিণত হওয়ার পরও গোলের দেখা পায় ব্রাজিল। ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রিচার্লিসন। যার ফলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এবারের কোপা আমেরিকায় মাত্র একটি গোল হজম করল ব্রাজিল।

কোপা আমেরিকার ইতিহাসে এই নবমবারের মতো শিরোপা ঘরে তুলল ব্রাজিল। এর আগে সর্বশেষ ২০০৭ সালে তারা শিরোপা জিতেছিল। ১২ বছর পর ফাইনালে উঠে আবার তারা শিরোপার দেখা পেল। কোপা আমেরিকায় মোট ২০ বার ফাইনাল খেলে ব্রাজিল ৯ বার শিরোপা জিতেছে ও ১১ বার রানার্স আপ হয়েছে।

Exit mobile version