Site icon Jamuna Television

মুগদায় সড়ক অবরোধ করে রিকশা চালকদের অবস্থান; যান চলাচল বন্ধ

সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে রিকশা চালকদের অবস্থান নিয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে রিকশা চালকরা সড়ক অবরোধ করে বলে জানা গেছে।

এর আগে, রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

গত ৩ জুলাই ডিএসসিসির নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথোরিটি (ডিটিসিএ) গঠিত কমিটির এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

এরপর রবিবার (৭ জুলাই) থেকে রাজধানীর প্রধান দুই রুটের তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ হয়েছে। গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে আর চলতে দেওয়া হচ্ছে না রিকশা, ভ্যানসহ অবৈধ এবং অনুমোদনবিহীন অন্য যানবাহন। তবে এসব সড়কের সাথে সংযোগকারী রাস্তাগুলোতেই শুধু চলাচল করতে পারবে সিটি করপোরেশনের অনুমোদন পাওয়া রিকশা।

Exit mobile version