Site icon Jamuna Television

নেপালে বন্যা-ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু

নেপাল ও ভারতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নেপালে বন্যা ও ভূমিধসে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এখনো নিখোঁজ আছে ৩৫ জন।

নেপালে বন্যার কারণে ব্যাপক দুর্ভোগে দেশটির অন্তত ৬০ লাখ বাসিন্দা। পানির তোড়ে ভেসে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি। দুর্গতদের সহায়তায় কাজ করছে ২৭ হাজারের বেশি নিরাপত্তাবাহিনীর সদস্য। এদিকে, অপরিবর্তিত আছে ভারতের বিহার ও আসামের বন্যা পরিস্থিতির। এবারের বন্যাকে ১৯৮৮ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দেয়া হয়েছে। দ্বিতীয় দফার এ বন্যায় আসামেই প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পানিতে তলিয়ে গেছে ২৫টি জেলা। অপরদিকে, বিহারে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৬ জনে। ১৩ জেলায় পানিবন্দি ৭০ লাখের মতো বাসিন্দা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version