Site icon Jamuna Television

আমানুর রহমান খান রানার জামিন, মুক্তিতে বাঁধা নেই

দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইলের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানার জামিন দিয়েছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগ তার জামিন দিয়েছেন। এখন তার মুক্তিতে আর কোন বাঁধা নেই।

এর আগে গত ১ জুলাই টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আরো এক সপ্তাহ স্থগিত করেছেন আপিল বিভাগ।

যুবলীগ নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে। পরদিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version