Site icon Jamuna Television

প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে আবারও উত্তাল হংকং

বির্তকিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে আবারও উত্তাল হংকং। রোববার রাতে পর্যটনের জন্য বিখ্যাত কাওলুন এলাকা থেকে আটক করা হয় আন্দোলনের ৬ উদ্যেক্তাকে।

আয়োজকদের দাবি, প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ অংশ নেন ছুটির দিনের আন্দোলন-কর্মসূচিতে। যদিও পুলিশের বক্তব্য– হংকং’র অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত ঐ এলাকায় জমায়েত হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। তীব্র বিরোধীতার মুখে গেলো মাসে বির্তকিত বিলটি পাস স্থগিত করেন প্রধান নির্বাহী ক্যারি লাম। কিন্তু, আন্দোলনকারীরা পুরোপুরি বিলটি বাতিলের দাবিতে চালিয়ে যাচ্ছে বিক্ষোভ। একইসাথে, ক্যারি লামের পদত্যাগ চাচ্ছেন তারা।

আইনটি পাস হলে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিচারের জন্য পাঠানো হবে চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে। বিক্ষোভকারীদের দাবি, এমন আইন বিঘ্নিত করবে হংকং-এর স্বাধীনতা আন্দোলনকে।

Exit mobile version