Site icon Jamuna Television

গ্রিন রোড এলাকা থেকে কারওয়ানবাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর গ্রিন রোড থেকে কারওয়ানবাজার পর্যন্ত একটি লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
লাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার সকাল থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে তিতাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্রিন রোডের গার্ডেন রোড থেকে কারওয়ানবাজারের সদ্য বিলুপ্ত আন্ডারপাসের সামনে প্রিন্স হোটেল পর্যন্ত এলাকায় পুরনো লাইনের বদলে নতুন লাইনে সংযোগের কাজ হচ্ছে। এ কারণে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই লাইনে গ্যাস থাকবে না বলে তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন জানান।
তিনি বলেন, লাইন মেরামতের জন্য এটি তিতাসের নিয়মিত কাজের অংশ। শিগগিরই ঢাকা শহরের গ্যাস পাইপলাইন আধুনিকায়নের জন্য বড় ধরনের প্রকল্প হাতে নেয়া হবে।

Exit mobile version