Site icon Jamuna Television

দৃষ্টি প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

উচ্চ শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলন করছে চাকুরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান করছে চাকুরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। এসময় তারা প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ৬ দফা দাবি বাস্তবায়নের কথা বলা হলেও আশারুপ কোন ফল পাওয়া যায়নি বলে জানান। তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে ৯ম থেকে ২০তম গ্রেডভূক্ত সরকারি ও বেসরকারি চাকুরীতে নিয়োগ এবং তাদের স্নাতক ডিগ্রী অর্জনের পর চাকুরীতে যোগদান করার পূর্ব পর্যন্ত কমপক্ষে ১০ হাজার টাকা করে গ্র্যাজুয়েট দৃষ্টি প্রতিবন্ধীরদের মাসিক বেকার ভাতা প্রদানসহ আরো দাবি উত্থাপন করেছেন।

Exit mobile version