Site icon Jamuna Television

মাদকের টাকা না দেয়ায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে মা সেলিনা বেগম (৫০) এর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলে আবদুস সালেক (৩০) পলাতক রয়েছে।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম বাড়িতে ছিলো। এসময় নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি এবং মামলা দায়ের হয়নি।

Exit mobile version