Site icon Jamuna Television

রুপা হত্যা মামলা: সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী রুপা খাতুনকে গণধর্ষণ ও হত্যা মামলার সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।  সাক্ষ্য প্রদানের জন্য মামলার পরবর্তী তারিখ আগামী ৩ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে আজ বুধবার সকালে আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন।

শুনানি শেষে ছোঁয়া পরিবহনের হেল্পার শামীম (২৬), আকরাম (৩৫), জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীর (৫৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দন্ডবিধি ৩০২ ধারায় অভিযোগ গঠিত হয়। এ সময় ৫ আসামিই আদালতে হাজির ছিল।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপাকে চলন্ত বাসে ধর্ষণ করে পরিবহন শ্রমিকরা এবং বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে লাশ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই অজ্ঞাত হিসেবে তার মরদেহ দাফন করে।

Exit mobile version