Site icon Jamuna Television

আজও ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

সেশনজট নিরসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন তারা।

এরপর তাদের ৪ সদস্যের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আকতারুজ্জামানের সাথে দেখা করতে যান। সেখান থেকে বেরিয়া পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। এর আগে ৯০ দিনের মধ্যে সকল বিভাগের ত্রুটিমুক্ত ফল প্রকাশ, এবং গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ ৫ দফা দাবিতে দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা বলেন ফল প্রকাশে বিলম্বের কারণে নষ্ট হচ্ছে চাকরির বয়সসীমা। গণ অকৃতকার্যের খাতা পুন:মূল্যায়ন হয়নি জানিয়ে এসবের সুরহা চান শিক্ষার্থীরা।

Exit mobile version