Site icon Jamuna Television

২৭ ভাগ মোবাইল করারোপ বাতিলের দাবিতে লালকার্ড প্রদর্শন

প্রস্তাবিত বাজেটে শতকরা ২৭ ভাগ মোবাইল করারোপ বাতিলের দাবিতে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেছে মোবাইল ইউজার অ্যাসোসিয়শন অব বাংলাদেশ।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি থেকে কলরেট সর্বসাকুল্যে ২৫ পয়সার দাবি জানানো হয়। টেলিফোন অপারেটরদের সীমাহীন আর্থিক নৈরাজ্য বন্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। এসময় লালকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান ব্যবহারকারীরা।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে কথা বলার ওপর বাড়তি ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

Exit mobile version