Site icon Jamuna Television

চিকিৎসার খরচ যোগাতে নিজের ফ্ল্যাট বিক্রি করতে চান ক্রিকেটার রুবেল

ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। সেখানে তার অস্ত্রোপচার ও একের পর এক থেরাপি চলছে। দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন এখন তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আজ নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন যে, তিনি চিকিৎসার খরচ জোগাতে তিনি নিজের ফ্লাট বিক্রি করবেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এখন যুদ্ধ করছি কেমোথেরাপির বিরুদ্ধে। চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করে ফেলেছি। ছয় দফা কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। আমার ফ্ল্যাটটি বিক্রি করা জরুরি হয়ে পড়েছে। (১৫৫০ স্কয়ার ফুট)। কেউ কিনতে আগ্রহী হলে আমাকে ইনবক্সে জানান। আর অবশ্যই আপনাদের দোয়া চাচ্ছি। শুধু আপনাদের দোয়াই আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।’

Exit mobile version