Site icon Jamuna Television

রাজপথে রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ; তীব্র যানজট

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মত রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা।

সকাল সাড়ে ৮টা থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার কয়েক জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ করছে রিকশাচালকরা। এসময় তারা সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয়।

ফলে, প্রগতি সরণি হয়ে মালিবাগ থেকে রামপুরা হয়ে কুড়িলের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনরত রিকশা চালকরা ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভ মিছিল থেকে।

এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কের বড় একটি অংশ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।

Exit mobile version