Site icon Jamuna Television

গৃহকর্তাকে খুন করে দুর্ধর্ষ ডাকাতি

ঝালকাঠির রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুল হক (৫৫) খুন হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঐ দম্পতি ছাড়া অন্য কেউ ছিল না। নিহতের দুই ছেলে সৌদী প্রবাসী।

নিহত আব্দুল হকের স্ত্রী মোসাঃ লিলু বেগম জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় সময় ৮/১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল ভবনের সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা আব্দুল হকের বুকে ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পরে। লিলু বেগমকে দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গহনাসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে একটি দেশিয় অস্ত্র ও একটি এলিডি টিভি উদ্ধার করে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Exit mobile version