Site icon Jamuna Television

গাজীপুরে পোশাক শ্রমিক ও কলেজছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে লাভনী আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। নিহত লাভনীর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। ঘটনার পর থেকেই স্বামী মামুন মিয়া পলাতক রয়েছে।

অপর দিকে একই উপজেলার গোসিংগা সাভারচালা এলাকায় নিজঘর থেকে আব্দুল্লাহ্ নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত লাশ করা হয়েছে। সে কাপাসিয়া শহীদ তাজউদ্দীন আহমদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুল্লাহ্ আত্মহত্যা করেছে।

Exit mobile version