Site icon Jamuna Television

টানা বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শতাধিক পরিবার

চার দিনের টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে জেলা নদী তীরবর্তী নিম্নাঞ্চল। জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বাঙালকাঠি এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। এসব এলাকার অনেকেই চলে গেছেন আশ্রয়কেন্দ্রে।

দুপুরে জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এসময় দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন তিনি।

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পুরো জেলায় খোলা হয়েছে ৪৫টি আশ্রয়কেন্দ্র।

Exit mobile version