Site icon Jamuna Television

কক্সবাজারে ট্রলারডুবিতে ৬ জেলের প্রাণহানি

কক্সবাজারের সীগাল পয়েন্টে ট্রলার ডুবির ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে। নিখোঁজ আছে আরও সাতজন।

বৈরি আবহাওয়ার কারণে গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে। জীবিত উদ্ধারকৃতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে চারজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ভোলার চর ফ্যাশনের জুয়েল এবং মনির।

ট্রলার মালিক জানান, চার দিন আগে ১৫ জন মাঝি মাল্লা নিয়ে ভোলা থেকে মাছ শিকারে বের হন তারা। রাতে ঝড়ের কবলে পড়েন তাদের মাছ ধরার ট্রলার।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে গতকাল দুপুরে বঙ্গোপসাগের ১২ জন মাঝিমাল্লা নিয়ে আরও একটি ট্রলার ডুবে যায়।ওই ঘটনায় এখনো কারও সন্ধান পাওয়া যায়নি।

Exit mobile version