Site icon Jamuna Television

পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনা জেলা-যুগান্তর

পাবনার সুজানগরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি সাইফুল ডাকাতদলের সদস্য।

গতকাল (০৯ জুলাই) রাতে উপজেলার হাসামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সাইফুলকে আটক করা হয়। পরে তাকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল।

হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাইফুলের সহযোগীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version