Site icon Jamuna Television

ফরিদপুরের সংরক্ষিত আসনের এমপি রুশেমা ইমাম আর নেই

ফরিদপুর প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (ফরিদপুর-৩৪) রুশেমা ইমাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার দুই ছেলে সাইফুল আহাদ ওরফে সেলিম, আসাদুল আহাদ ও একমাত্র মেয়ে কানাডা প্রবাসী ফারজানা আহমেদ উর্মি ইমাম সহ নিকটজন ও বহু গুণগ্রাহী রেখে যান তিনি।

ব্যক্তিজীবনে তিনি ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের এমপি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশেমা ইমাম তাকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

মরহুমার লাশ এখন ফরিদপুর শহরের ডায়বেটিক হাসপাতালের হিম ঘরে রয়েছে। বিকেল ৪টায় সর্ব সাধারনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য ফরিদপুর শহরের গোপালপুর এলাকায় তার বাড়ির সামনে রাখা হবে। এরপর বাদ আছর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে কমলাপুর পারিবারিক গোরস্থানে দাফনের কথা রয়েছে।

Exit mobile version