Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় দু’শ টনেরও বেশি বর্জ্য ফেরত পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

অস্ট্রেলিয়া থেকে পাঠানো দু’শ টনেরও বেশি বর্জ্য দেশটিতে ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির সুরাবায় বন্দরে বর্জ্যভর্তি ৮টি কন্টেইনার জব্দ করা হয়।

ইন্দোনেশিয়ার পরিবেশ দফতর জানায়, ব্যবহৃত কাগজের কথা বলা হলেও এসব কন্টেইনারে প্লাস্টিকজাত বর্জ্য পাঠানো হয়। যা দেশটির পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ওয়েস্ট রিসাইকেলিং বা বর্জ্য ব্যবস্থাপনার জন্য এসব ব্যবহৃত কাগজ আমদানি করে থাকে ইন্দোনেশিয়া।

২০১৮ সাল থেকে চীন উন্নত দেশগুলোর বর্জ্য আমদানি করা বন্ধ করে। এরপর থেকেই বর্জ্য ধ্বংস করা নিয়ে দেখা দেয় জটিলতা।

গত সপ্তাহে ইন্দোনেশিয়া ঘোষণা দেয়, বর্জ্যভর্তি ৪৯টি কন্টেইনার তারা ফ্রান্স এবং অন্যান্য উন্নত দেশে ফেরত পাঠাবে।

Exit mobile version