Site icon Jamuna Television

উইম্বলডনের সেমিতে সেরেনা

চলতি বছরের ৩য় গ্র্যান্ডস্ল্যামের নারী এককের শেষ চারের লাইন আপ ঠিক হয়ে গেছে। টেনিসের মর্যাদাকর আসর উইম্বলডন ওপেনে কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস, বারবোরা স্ট্রেকোভা, এলিনা সভিতোলিনা আর সিমোনা হালেপ।

আসরের ১১ নম্বর বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেন ২৪ গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা। তবে প্রথম সেট থেকেই এই মার্কিনীর সাথে সমান তালে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যান তারই স্বদেশী আলিসন রিস্কি।

১ম সেট সেরেনা ৬-৪ জিতে নিলেও ২য় সেটে ম্যাচে ফিরে আসেন রিস্কি। একই ব্যবধানে সেরেনা হারিয়ে ম্যাচ নিয়ে যান শেষ সেটে।

অবশ্য গোটা ম্যাচে ১৯টি এইস করা সেরেনার সামনে আর দাড়াতেই পারেননি রিস্কি। ৬-৩ সেট নিশ্চিত করে আরো একধাপ এগিয়ে যান উইম্বলডনে তার ৯ম শিরোপার দিকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনা লড়বেন চেক প্রজাতন্ত্রের স্ট্রেকোভার সাথে।

Exit mobile version