Site icon Jamuna Television

সড়ক নিরাপত্তা অভিযান শুরু করেছে উবার

বাংলাদেশে সড়ক নিরাপত্তা অভিযান শুরু করেছে উবার। মাসব্যাপী এই অভিযানটি শুরু হয় বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার এবং উবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের একটি ভিডিও পোস্টের মাধ্যমে।

উবার জানিয়েছে, জনসাধারণের সচেতনতা বাড়ানো এবং রাস্তায় নিরাপত্তার সর্বোত্তম অনুশীলনের বিষয়ে যাত্রী ও চালকদের আরও মনযোগী করাই এই অভিযানটির প্রধান উদ্দেশ্য।

অভিযানের সময় যাত্রী ও চালকদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রশিক্ষণ কর্মশালা, উবারমটো চালকদের হেলমেট বিতরণ করা হবে।

এ বিষয়ে উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, অসতর্কতা ও যথাযথভাবে সড়কের নিয়ম না মানার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। সুতরাং, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তার নিয়মগুলোর বিষয়ে যাত্রী ও চালকদের আরও মনযোগী করে তোলাই আমাদের প্রচেষ্টা। সড়ক নিরাপত্তার দায়ভার আমাদের সবার এবং দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসেবে উবার বাংলাদেশের সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারের দৃষ্টিভঙ্গির সাথে একাত্মতা প্রকাশ করে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব এবং আমাদের সড়ক নিরাপদ করতে উবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানের কাজ প্রশংসার দাবিদার।

Exit mobile version