Site icon Jamuna Television

গ্যাসের দাম নিয়ে প্রধানমন্ত্রী জনগণের সাথে রসিকতা করেছেন: রিজভী

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন দেশের মানুষ উদ্বিগ্ন, সে সময় সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী জনগণের সাথে রসিকতা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী, উপদেষ্টা, এলএনজি আমদানিকারক ব্যবসায়ীদের বাড়তি খরচ মেটাতে জনগণের ঘাড়ে গ্যাসের দাম চাপিয়ে দেয়া হয়েছে মন্তব্য করেন তিনি। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অব্স্থা নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, তার জামিনে সরাসরি বাধা দিচ্ছে সরকার। আদালতে হস্তক্ষেপ করার পাশাপাশি খালেদা জিয়ার আইনজীবীদেরও আইনি পদক্ষেপ নিতে বাধা দেয়ার অভিযোগ করেন তিনি।

Exit mobile version