Site icon Jamuna Television

এস কে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংক থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন বিএনপির সাবেক নেতা, মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এস কে সিনহার বিরুদ্ধে।

Exit mobile version