Site icon Jamuna Television

রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে মাদক মামলায় শাপলা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ অনাদায়ে আরো ৬ মাসের মাসের কারাদণ্ড বহাল রেখেছে আদালত।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯ এর (১) এর ১ (খ) ধারায় এ রায় প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩রা মার্চ শাপলা বেগমকে রাজবাড়ী সদর থানা পুলিশ দুইশ ৫২ গ্রাম হেরোইন নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশে মাদকদ্রব্য রাখার দায়ে শাপলা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে পুলিশ মাদকের মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার জেলা ও দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন।

শাপলা বেগম রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় মধুপুর গ্রামের মোঃ নীল চাঁদের স্ত্রী ।

উল্লেখ্য গত ১১ মার্চ ২০১৮ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক রাজিব মিনা আসামি শাপলা বেগমের বাড়ি থেকে ২’শত ৫২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

Exit mobile version