Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ২২ পিচ ইয়াবাসহ মো: হাসান (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) সকালে হাসানকে আটক করা হয়। পরে তার তথ্য মতে বিকালে উপজেলার চর আবাবিল এলাকা থেকে ১টি পাইপগান, ১টি এলজি, ৪টি কার্তুজ ও ৮পিচ ককটেল উদ্ধার করা হয়েছে।

হাসান উপজেলার ৯নং দক্ষিণ উদমারা ইউনিয়নের উদমারা এলাকার মৃত. আলী আহম্মেদের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাসান ওরফে ডাকাত হাসানকে গ্রেফতার করা হয়েছে। পরে তার তথ্য মতে উদমারা এলাকার একটি পরিত্যক্ত বালুর বস্তার ভেতর থেকে ১টি পাইপগান, ১টি এলজি, ৪পিস কার্তুজ ও ৮পিস ককটেল উদ্ধার করেন। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসান নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পরে তার তথ্য মতে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানেও মাদক ও অস্ত্র আইনে মামলায় করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Exit mobile version