Site icon Jamuna Television

৪৫ মিনিটের বাজে খেলা টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে: কোহলি

নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বোলিং সহায়ক উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে কিউই বোলারদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারতের টপ ও মিডল অর্ডার। জাদেজা ও ধোনী ছাড়া কোনো ব্যাটসম্যানই এদিন সুবিধা করতে পারেন নি।

৪৯ ওভারে ধোনী রানআউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। এরপর আর কোনো ব্যাটসম্যানই ভারতীয়দের স্বপ্ন দেখাতে পারেন নি।

ভিরাট কোহলির কণ্ঠেও একই সুর। ম্যাচের পর তিনি বলেন, ম্যাচের অর্ধেকটা সময় আমরা ভালো পজিশনে ছিলাম। আমরা মাঠে যা চেয়েছিলাম সেটাই হয়েছিলো। কিন্তু নিউজিল্যান্ডের বোলাররা খেলায় ব্যবধান তৈরি করে দিয়েছে। তারা পিচের সুইং কন্ডিশনকে কাজে লাগিয়েছে। ৪৫ মিনিটের বাজে খেলা টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।

তিনি আরো বলেন, জাদেজা ও ধোনী ভালো ব্যাট করেছে। তারা অসাধারণ একটা জুটি করে। হার মেনে নেয়া খুবই কষ্টকর। কিন্তু নিউজিল্যান্ড তাদের প্রত্যাশিত জয় পেয়েছে।

Exit mobile version