Site icon Jamuna Television

রিফাত হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল রাব্বি

বরগুনা প্রতিনিধি: রিফাত শরীফ হত্যায় সন্দেহভাজন অভিযুক্ত রাফিউল ইসলাম রাব্বি প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১০ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে এ স্বীকারোক্তি দেয় রাব্বি।

পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে এ মামলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।

রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির বলেন, দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে টিকটক হৃদয় ও রাব্বিকে আদালতে হাজির করলে রাব্বি রিফাত হত্যা কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এছাড়াও একই সাথে হাজির করা টিকটক হৃদয়কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Exit mobile version