Site icon Jamuna Television

অপহরণকারীদের গাড়ি থেকে পালিয়ে বাঁচল এক ছাত্রী

গাজীপুরের শ্রীপুর থেকে অহরণের পর এক স্কুলছাত্রী অপহৃতদের গাড়ি থেকে পালিয়ে বেঁচেছে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানায় পুলিশের হেফাজতে রয়েছে। 

গাজীপুরে শ্রীপুরের শান্তিনগর এলাকার মিতা আক্তার বর্ষা নামের সপ্তম শ্রেণীর ওই স্কুল ছাত্রীর দাবি, অহরণকারীরা তার আরও দুই বান্ধবীকে একই সাথে অপহরণ করে। এখনও তারা অপহরণকারীদের কাছেই আটকা আছে।

ছাত্রীটি জানায়, তারা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বুধবার সকালে স্কুলে যাবার পথে তাদের তিন জনকে একটি সাদা মাইক্রোবাসে করে অহরণ করে দুর্বৃত্তরা। গাড়িতে তুলে তাদেরকে অজ্ঞান করে ফেলা হয়। পরে রাতে তার জ্ঞান ফিরলে দেখে গাড়ি যানজটে রাস্তায় দাঁড়িয়ে আছে। এসময় সে গাড়ির দরজা খুলে পালিয়ে পাশের মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িটি পালিয়ে যায় অন্য দুজন অপহৃতকে নিয়ে। পরে স্থানীয়রা বর্ষাকে পাশে রাজশাহীর মতিহার থানায় নিয়ে যায়।

পুলিশ অপহরণকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

Exit mobile version