Site icon Jamuna Television

দেশে সিরিজ আয়োজন করে মাশরাফীকে বিদায় দেয়া হবে: পাপন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফী বিন মোর্ত্তজার বিদায় প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের মাটিতে সিরিজ আয়োজন করেই মাশরাফীকে বিদায় দেয়া হবে।

ক্রিকেটকে বিদায় বলার আগেই রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্য হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে সম্প্রতিক ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের এই সফল অধিনায়কের বিদায় প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, দেশের মাঠে একটি সিরিজ আয়োজন করে আমরা মাশরাফীকে বিদায় জানাব।

বিশ্বকাপে ব্যর্থতার কারণে জাতীয় দলের কোচ স্টিভ রোডসের সঙ্গে আর কাজ করতে চায় না বিসিবি। দুদিন আগে এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন।

কোচের বিদায় প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল হাসান পাপন বলেন, স্টিভ রোডসের অধ্যায় এখনই শেষ নয়। তার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

Exit mobile version