Site icon Jamuna Television

যারা পদ্মা সেতুর কাজে ঈর্ষান্বিত তারাই অপপ্রচার চালাচ্ছে: ওবায়দুল কাদের

যারা পদ্মা সেতুর কাজে ঈর্ষান্বিত তারাই পদ্মা সেতুর বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকারকে কোনঠাসা ও বিপদে ফেলার তৎপরতা চলছে; সবাইকে সজাগ থাকতে হবে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহে নীতি ও আদর্শ বিবেচনা করে সদস্য করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী, স্বাধীনতাবিরোধীদের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

Exit mobile version