Site icon Jamuna Television

যশোরে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর
যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়েনের রাজাপুর, চাপাতলা ও বর্ণী গ্রামে সিরিজ ডাকাতি সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ৪ আন্তঃজেলা ডাকাতকে আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার মঈনুল হক।

তিনি জানান, ১০ জুলাই গভীর রাতে পানিসারা ইউনিয়নের ৩টি গ্রামের ৪টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঐসব বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ আন্তঃজেলা ডাকাতকে আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরকেও আটকে অভিযান চলছে।

Exit mobile version