Site icon Jamuna Television

দেবিদ্বারে চাঞ্চল্যকর ৪ খুনের ঘটনায় ২টি মামলা

কুমিল্লা ব্যুরো
কুমিল্লার দেবিদ্বারে ৩ জনকে কুপিয়ে হত্যার পর ঘাতককে গণপিটুনীতে মারার ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে দেবিদ্বারের রাধানগর গ্রামে রিক্সাচালক মোখলেস দুই নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করে। পরে গণপিটুনীতে মারা যায় মোখলেস। এই ঘটনায় নিহত নাজমা বেগমের ভাই রুবেল হোসেন ঘাতক মোখলেসকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এছাড়া ঘাতক মোখলেসের স্ত্রী রাবেয়া খাতুন অজ্ঞাত পরিচয় এক থেকে দেড় হাজার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এদিকে নিহত চার জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এছাড়া আহত ৫ জনের মধ্যে ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version