Site icon Jamuna Television

সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা, শনিবার শপথ

সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা। আগামী শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।’

তবে কতজন শপথ নেবেন সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব।

সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় আরও দুজন যুক্ত হতে যাচ্ছেন। এ ছাড়া একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে মন্ত্রী করা হতে পারে।

জানা গেছে, মন্ত্রিসভার সদস্য হিসেবে যে দু’জন শপথ নেবেন, তারা হলেন—ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। ইমরান আহমদ চৌধুরী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা শপথ নেবেন প্রতিমন্ত্রী হিসেবে।

Exit mobile version