Site icon Jamuna Television

রিফাত হত্যার সন্দেহে আরও একজন গ্রেফতার

বরগুনায় রিফাত হত্যা মামলায় রাতুল শিকদার নামে সন্দেহভাজন আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গভীর রাতে শহরের সেন্ট্রাল ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাতুল শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজই আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জন গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মূল অভিযুক্ত নয়ন বন্ড।

Exit mobile version